আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় কাঁচাবাজারে সামাজিক দুরত্ব বজায় রাখাই মুল লক্ষ্য – সাইদুর রহমান সম্রাট   

 

হাসিবুল হাসান ইমু

 

বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সাইদুর রহমান সম্রাট এর সার্বিক সহযোগিতায় আশুলিয়ায় স্কুল ও কলেজ মাঠে গত ১৪ তারিখ থেকে অস্থায়ী কাঁচাবাজার পরিচালিত হচ্ছে।

আশুলিয়া কাঁচাবাজারে প্রবেশ পথে রয়েছে জীবানুনাশক স্প্রে । প্রত্যককে স্প্রে দিয়ে বাজার প্রবেশ করাচ্ছে বাজার কমিটির সদস্যরা । বাজারে ৩০ জন ছাত্রলীগের কর্মী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।
ছাত্রলীগ কতৃক এখানে একটি ফ্রী মেডিকেল ক্যাম্প করা হয়েছে সাময়িক চিকিৎসা দেওয়ার জন্য।

আশুলিয়া কাঁচাবাজারের ইজারাদার জসিম উদ্দিন পিন্টু মোল্লা বলেন বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা আদায় করা হয় না। বাজারে সহস্রাধিক দোকান রয়েছে। সবজি, মাছ, মাংসসহ সব ধরনের পন্য রয়েছে এখানে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাইদুর রহমান সম্রাট বলেন যতদিন করোনা ভাইরাস এর প্রভাব থাকবে ততোদিন বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে কোন খাজনা আদায় করা হবে না। তিনি আর ও বলেন বাজারে সামাজিক দুরত্ব বজায় রাখাই তাদের মুলকাজ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ