আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

তাহিরপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আইন শৃংখলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী বাজারের চুনাপাথর ও কয়লা আমদানি কারক সমিতি অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।

ইউপি সদস্য শাহজাহান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) সাহিদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন।

বিট পুলিশিং সভা সঞ্চালনা করেন, শ্রীপুর উত্তর ইউনিয়নের বিট অফিসার এসআই আবু বকর সিদ্দিক ও ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ খায়রুল আলম।

সভায় বক্তারা পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন।

তাই পুলিশ আর জনতার পারস্পারিক সম্পর্ক হবে সৌহাদ‍্যপূর্ণ এমনটাই মনে করেন সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
এ সময় সভায় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশা ও গণ্যমান‍্য ব‍্যক্তিগণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ