আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ ইং

সরাইলে ত্রাণের দাবীতে ইউএনও অফিসের সামনে বিক্ষোভ

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসের সামনে বিক্ষোভ করেছেন তিন শতাধিক ত্রাণ বঞ্চিত হতদরিদ্র নারী ও পুরুষ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত এই বিক্ষোভ চলে। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে দুস্থদের কথা-কাটাকাটির ঘটনাও ঘটে। বিক্ষোভে নেতৃত্ব দেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাজী ইনু মিয়া। এসময় বিক্ষোভকারিরা ‘আর কত উপবাস থাকব-”খাবার দে” লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ১নং ও ৬নং ওয়ার্ডের হতদরিদ্র ও কর্মহীন বাসিন্দারা এখনো সরকারি ত্রাণ পায়নি। এরমধ্যে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম একটি হত্যা মামলায় জেলে রয়েছেন। ওই ওয়ার্ডে ত্রাণ দেওয়ার বিষয়ে কেউ উদ্যোগ নেননি। তাদের ৬নং ওয়ার্ডের অনেক বাসিন্দা ত্রাণ এখনো পায়নি। এনিয়ে তারা অসন্তোষ্ট ছিল।

বিক্ষোভের নেতৃত্ব দেওয়া শ্রমিকলীগের সভাপতি হাজী ইনু মিয়া বলেন, সরকার হতদরিদ্র ও অসহায়দের জন্য ত্রাণ বরাদ্দ দিয়েছেন। কিন্তু সরাইলের কিছু জায়গায় ত্রাণ গেলেও অধিকাংশ মানুষ তা থেকে বঞ্চিত। তাই এলাকাবাসী তাদের অধিকার আদায়ে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভ চলাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ঘটনাস্থলে আসলে তাঁর সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল কথা-কাটাকাটি হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা বিক্ষোভকারিদের ত্রাণ দেওয়ার আস্বস্ত করলে বেলা একটার দিকে বিক্ষোভ শেষ হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ান। এসব ত্রাণ দেওয়ার কথা ছিল চেয়ারম্যান-মেম্বারদের, তারা দিতে ব্যর্থ হয়েছেন। যারা ত্রাণ পান নাই তাদেরকে তালিকা করে ত্রাণ দেওয়া হবে। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ