নিজস্ব প্রতিবেদক
সাভার পৌরসভা ও সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৮তম বিজয় দিবসে এই অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। পরে আলোচনাসভাও অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এর উপস্থিতিতে সকল শহীদের স্মরণে এক মিনিটি নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন- সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, ২১শে আগস্ট গ্রেনেড হামলায় আহত মাহবুবা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, সাভার উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।