আজ ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩১শে মার্চ, ২০২৩ ইং

বিকেএসপিতে ৫ নারী সাফ বিজয়ী ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠান পালিত

মনির হোসাইন :

বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে ৫ জন সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপদের সংবর্ধনা অনুষ্ঠান পালিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিকেএসপি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মেজবাহ উদ্দিন।

অনুষ্ঠানে যাদের সংবর্ধনা দেয়া হয় তারা হলেন, আঁখি খাতুন, স্বপ্না রানী,ঋতুপর্ণা চাকমা, ইতি রানী এবং সাথী বিশ্বাস।

কৃতি এই খেলোয়াড়দের ক্রেস্ট ও এক লক্ষ টাকা করে বিতরণ করে সংবর্ধনা দেয়া হয়।

ছাত্র-ছাত্রীরা এসময় ফুলের পাপড়ি ছিটিয়ে হর্ষধ্বনির মাধ্যমে কৃতি এই সহপাঠীদের শুভেচ্ছা জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ