আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৩ ইং

ধামরাই উপজেলা হিন্দু মহাজোটের ত্রাণ বিতরণ অব্যাহত

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস ( কোভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে কর্মহীন হয়ে বেকার হয়ে পড়া অসহায় হতদরিদ্র ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, ধামরাই উপজেলা শাখার সভাপতি সুব্রত পাল, সাধারণ সম্পাদক মিলন কান্তি রায়, ও ঢাকা জেলা হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি খগেশ চন্দ্র রাজবংশী।

সোমবার (২০ই এপ্রিল) দুপুরে ধামরাই পৌরসভার বিভিন্ন এলাকায় করোনার কারণে কর্মহীন ঘরবন্দী অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন ধামরাই উপজেলা কমিটির সভাপতি সুব্রত পাল, সাধারণ সম্পাদক মিলন কান্তি রায়, ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি খগেশ রাজবংশী, ধামরাই উপজেলা যুব হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক মনোরঞ্জন ধর (মনু) সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা কমিটির নির্বাহী সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু)

ত্রাণ বিতরণ কালে হিন্দু মহাজোটের ধামরাই উপজেলা শাখার সভাপতি সুব্রত পাল বলেন যে কোন দুর্যোগ কালে হিন্দু মহাজোট মানবতাবাদী কর্মকাণ্ডে অংশ গ্রহণ করেছে এবারও করোনা প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষ ঘরের ভিতর বন্দী অবস্থায় রয়েছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ বিতরণ কার্যক্রম আগামীতে অব্যাহত রাখব। আপনারা সবাই সরকারি নির্দেশ মেনে চলুন বাড়িতে থাকুন নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়ার অভ্যাস গড়ে তুলুন। নিজে সুস্থ ও নিরাপদ থাকুন অপরকে সুরক্ষিত সেই সাথে নিরাপদ রাখুন। হিন্দু মহাজোট আপনাদের পাশে ছিল আগামীতে পাশে থাকবে। আমরা আজ ধামরাই পৌরসভার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এ’কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ