আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

মা ইলিশ রক্ষায় আজ থেকে সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা 

সাজন বড়ুয়া সাজুঃ
গত মাস খানেক আগে নিষেধাজ্ঞার কারনে সাগরে ফিরতে না পারার আর্তনাদ যেন ছেয়ে গেছিল পুরো জেলেপল্লীর বাসিন্দাদের, এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরে ফিরেছিল জেলেরা,মাছ নিয়ে ফিরেছে আনন্দেভরা স্বস্তির হাসি নিয়ে,,তবে সে সুদিন যেতে না যেতে আবারও সাগরে নিষেধাজ্ঞার কবলে পড়েছে জেলেরা।
এবার সাগরে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর।তাই আগামীকাল থেকে ২৮ শে অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহমান থাকবে বলে জানা যায়।
সরকারের এমন সিদ্ধান্ত জেলেরা সাদরে গ্রহণ করলেও অনেকটা আক্ষেপের সুরে বলেন আমাদের জেলেরা সব বিধিনিষেধ মানলেও ভারতের জেলেরা অবৈধভাবে বাংলাদেশের সমুদ্রে অনুপ্রবেশ করে ইলিশ থেকে শুরু করে সব ইলিশ ধরে নিয়ে যায় তাই বাংলাদেশের সীমানায় যাতে ভারতের জেলেরা প্রবেশ করতে না পারে এজন্য সরকারের সেদিকে খেয়াল রাখার অনুরোধ করেন তারা।
এদিকে মৎস্য গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের কর্মকর্তারা জানান সাগরে মা ইলিশ রক্ষা এবং প্রজননের জন্য সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে,এছাড়া মাইকিংসহ ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে, এছাড়া আইন অমান্যকারীদের জন্য থাকছে শাস্তির বিধি-বিধান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ