আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

বীমার জমানো টাকা দিয়ে ১হাজার পরিবারের মাঝে সবজি বিতরণ করলেন মু্ন্নী আক্তার

 

আব্দুল জলিল মিয়া বিশেষ প্রতিনিধি :

১৮ মাসের জমানো বীমার টাকা দিয়ে ১হাজার অসহায় পরিবারের মাঝে আশুলিয়া দোসাইদ কলেজ মাঠে সবজি বিতরণ করলেন মোছাঃ মু্ন্নী আক্তার।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নে ১হাজার কর্মহীন অসহায় গরিব, দুস্থদের মাঝে বিভিন্ন রকম সবজি বিতরণ করেছেন
আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক হাজী মোশারফ খানের স্ত্রী মোছাঃ মুন্নী আক্তার।

আজ রবিবার আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১হাজার কর্মহীন মানুষের হাতে হাতে ওই সবজি তুলে দেওয়া হয়।

এ সময় আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক হাজী মোশারফ খান বলেন আমি গত মাস ২৮ তারিখ থেকে এই উদ্যোগ নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমি আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন ঘরে ঘরে এবং অসহায় মানুষের পাশে খাদ্য পৌঁছে দিচ্ছি আমার এই উদ্যোগ দেখে আমার স্ত্রী মোছাঃ মুন্নি আক্তার নিজের ১৮ মাসের জমানো বিমার টাকা ভেঙ্গে গত বৃহস্পতিবার আমার হাতে দেয় আমি বললাম কিসের জন্য এই টাকা উত্তরে আমার স্ত্রী বলেন আপনি যে মহান কাজ করতেছেন আমি সেই কাজের শরিক হতে চাই এবং স্ত্রী বলেন যে আমাকে আল্লাহতালা সব দিয়েছেন এজন্য আমার জমানো বিমার টাকা আমি আশুলিয়া ইউনিয়ন সব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিবো। এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামী রোজা পর্যন্ত প্রতি সপ্তাহে একবার করে দিতে পারি।

এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর তিনি বলেন হাজী মোশারফ খান ও তার স্ত্রী মত সমাজের সকল বিত্তবান ব্যক্তিদের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়াডের ইউ/পি সদস্য মোঃ হোসেন আলী মাস্টার, আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ নুরজ্জামান,যুবলীগ নেতা আশিবুর রহমান খান,এসএন বাংলা প্রেরক কমলা বিভাগে কর্মরত আলিফ আরাফাত,যুবলীগ নেতা মোঃ হিমেল,সহ মিডিয়া কর্মীগন অনেক উপস্তিতি ছিলেন।

বিতরণকৃত সবজির মধ্যে ছিল আলু, মিষ্টি কুমড়া, শসা, বেগুন, কাঁচ মরিচ, টমেটো, করল্লা ডিম আটা। ওই দিন প্রায় ১ হাজার পরিবারের মাঝে ওই সবজি বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ