আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে পঞ্চাশোর্ধ মানসিক ভারসম্যহীন নারী গণধর্ষণের শিকার

সাভার প্রতিনিধিঃ

সাভারের আমিনবাজারে পঞ্চাশোর্ধ এক ভাসমান নারী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত দুজনের মধ্যে এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) নয়ন কারকুন।

গ্রেফতারকৃত আসামীর নাম মিল্টন জোয়ার্দার(৩১)। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তিনি আমিনবাজারে লোডার শ্রমিকের কাজ করত। পলাতক আসামীর নাম তুহিন(৩১)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, এর আগে বুধবার দিবাগত রাতে গণধর্ষণের শিকার হন পঞ্চাশোর্ধ এক ভাসমান নারী।

তিনি আমিনবাজার এলাকায় স্ট্যান্ডের পাশে একটি পলিথিনের ঝুপড়ি ঘর বানিয়ে বসবাস করতেন। সেখানে এসে দুই যুবক তাকে ধর্ষণ করে।

আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে আমিনবাজার থেকে ঘটনার তিন ঘন্টার মধ্যেই এক যুবককে গ্রেফতার করেছি। ভাসমান নারী ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত। তিনি কিছুটা মানসিক ভারসম্যহীন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) নয়ন কারকুন বলেন, গ্রেফতারকৃত যুবককে রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পলাতক আসামীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ