আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

কুড়িগ্রাম এ প্রশ্নফাঁসের মামলায় প্রধান আসামি তিন দিনের রিমান্ডে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

জেলার ভুরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস মামলার প্রধান আসামি নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. লুৎফর রহমানকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সুমন আলী শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আজহার আলী আসামি লুৎফর রহমানের তিনদিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন।

এছাড়াও বাকি ৫ আসামির মধ্যে সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল ও জোবায়ের হোসেনের রিমান্ড আবেদন জানালে আদালত আগামী রোববার (২ অক্টোবর) শুনানীর দিন ধার্য করে।

মামলার আসামিরা হলেন- কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল, জোবায়ের হোসেন, সোহেল রানা, হামিদুর রহমান, অফিস সহায়ক সুজন মিয়া। এ মামলা এজাহার ভুক্ত আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছে।

মামলায় সরকার পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর দিলরুবা আহমেদ শিখা জানান, আসামি পক্ষের উকিল আসামিদের জামিন আবেদন করলে আদালত না মঞ্জুর করে লুৎফর রহমানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২০ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সেদিন রাতেই চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০/১২ জনের নামের মামলা করেন নেহাল উদ্দিনপাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী।

একই ঘটনায় পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মাকে শোকজ করেছে জেলা প্রশাসন। ঘটনাটি মাঠ পর্যায়ে তদন্ত করেছে দিনাজপুর শিক্ষাবোর্ডের তদন্ত দল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ