আজ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৩ ইং

সরাইলের অরুয়াইল বাজারে ভ্রাম্যমাণ আদালতে ১৮ ব্যবসায়ীকে জরিমানা

 

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের ১৮ জন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

আজ ১৯ এপ্রিল রবিবার বিকালে অরুয়াইল ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮জনকে মোট ৩৪৫০০ টাকা আর্থিক জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা।সরকারি আদেশ অমান্য করে দোকান খোলার দায়ে তাদেরকে এই জরিমানা করা হয়।

উল্লেখ, অরুয়াইল ক্যাম্প ইনচার্জ এইচ এম কামরুজ্জামান সকাল ১০ টায় সরকারি আইন অমান্য করে জুতার দোকান, কুকারিজ দোকান, কাঠের দোকান, ইলেক্ট্রনিক্সের দোকান খুলে রাখার জন্য এই ১৮ দোকানদারকে ধরে এনে ক্যাম্পে রাখেন। বিকালে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেকেই জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী আবু তালেব,অরুয়াইল ক্যাম্প ইনচার্জ এইচ এম কামরুজ্জামান,অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহবায়ক গাজী বোরহান উদ্দিন, সাংবাদিক এম মনসুর আলী প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ