আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

বিয়ানীবাজারে চোখ ওঠা রোগের প্রকোপ

আলম শাওন, বিয়ানিবাজার প্রতিনিধি:

বিয়ানীবাজারে চোখ ওঠা রোগে প্রকোপে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আশপাশ উপজেলায় চোখ ওঠা রোগের প্রকোপ বৃদ্ধির কয়েকদিনের মধ্যে বিয়ানীবাজারেও আক্রান্ত হচ্ছেন সব বয়সি মানুষ।

সোমবার স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চোখ ওঠা রোগ দেখা দিলে তিনি দায়িত্বশীলদের অনুমতি স্কুল ত্যাগ করেন।

যাতে এ রোগ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে না পড়ে সেজন্য তিনি ছুটি নিয়ে স্কুল ত্যাগ করেন।

এদিকে চোখ ওঠা রোগ দেখা দেয়ায় অনেক শিক্ষার্থীদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা। এতে করে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে আসছে।

চোখ ওঠা রোগ নিয়ে ভীত না হয়ে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন চিকিৎসকরা। চোখ ওঠা রোগ দেখা দিলে পরিস্কার ঠান্ডা পানি বার বার চোখ দেয়া, টিস্যু ব্যবহার, চোখ না চুলকানো এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে চোখের ড্রপ ব্যবহার করা।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এই রোগটি এখন সারা দেশে রয়েছে।

আতংক বা দুঃচিন্তার কিছু নেই। এটা এক সময় কমে আসবে। যারা আক্রান্ত হয়েছে তারা একটু সচেতন থাকলেই রোগটি থেকে সেরে উঠবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ