আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

পাংশায় ইউপি চেয়ারম্যানের গোউডাউনে ১৩৪ বস্তা চাল জব্দ , আটক ১

 

সাদ্দাম হোসেন

 

 

রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডলের গোউডাউন থেকে ১৩৪ বস্তা সরকারি চাল ও ১৩৫ প্যাকেট পাট বীজ উদ্ধার করা হয়েছে। সে সময় পুলিশ আব্দুর রাজ্জাক নামে একজনকে আটক করেছে। তবে ইউপি চেয়ারম্যানের দাবী এটা কাবিখার চাল। এই চালের কাগজপত্র তার আছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা পৌরসভার বাঁশআড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডলের একতলা ভবনের গোউডাউনে তিনি অভিযান পরিচালনা করেন। সে সময় ওই গোউডাউন থেকে ১৩৪ বস্তা সরকারি চাল ও ১৩৫ প্যাকেট পাট বীজ উদ্ধার করা হয়। সেই সাথে গোউডাউনে অবস্থান করা আব্দুর রাজ্জাককে আটক করা হয়।

পাংশা থানার ওসি মোঃ আহসানুল্লাহ জানান, চাল ও পাট বীজ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে থানায় মামলাও দায়ের করা হবে।
তবে যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল জানান, তার ইউনিয়নের বিরু মন্ডলের ঘাটের কাচা রাস্তার উন্নয়ন কাজের জন্য চার টন কাবিথার চাল তাকে বরাদ্দা দেয়া হয়েছিলো। এতোমধ্যে ওই কাজ শুরুও করা হয়েছে। তার কাছে উপযুক্ত প্রমাণপত্রও আছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ