আজ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং

আশুলিয়ায় ওএমএসের ১০ বস্তা চাল উদ্ধার, জরিমানা আদায়

 

 

নিজস্ব প্রতিবেদক 

 

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ টাকা মূল্যের ওএমএসের ১০ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার নলামের গোড়াপীর এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে এসব চালের বস্তা উদ্ধার করা হয়। এসময় সাবেক ইউপি সদস্য ও ওএমএসের ডিলার রশিদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পরিত্যক্ত ঘর থেকে ওএমএসের ১০ বস্তা উদ্ধার করা হয়। কিভাবে ওই চালের বস্তা পরিত্যক্ত ঘরে আসলো তার সদুত্তর দিতে পারেনি ডিলার রশিদ। তাই ওই ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, কি করে চালের বস্তাগুলো ওই পরিত্যক্ত ঘরে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে। যদি এই ডিলার এবিষয়ে জড়িত থাকে তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ