আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

আশুলিয়ায় স্ত্রীর অবৈধ সম্পর্কে কথিত ‘দাদা’কে হত্যা

সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় ক্লুলেস উজির আলী(৪০) হত্যার মামলার আসামি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির।

এর আগে বিশেষ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার সদর থানা থেকে তাদের কে গ্রেফতার করা হয়।

নিহত উজির আলী কুষ্টিয়া জেলার মিরপুর থানার মোনতাজ মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত দম্পতি উভয়ই টুটুল অরফে সবুজ কুষ্টিয়া জেলার মিরপুর থানার গোবিন্দপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও জেসমিন।

পুলিশ জানায়, গত ১৮ তারিখে আশুলিয়ার পল্লী ডেন্ডাবর এলাকার আসলাম এর বাড়িতে রাতে উজির আলীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে বাহির থেকে তালা বন্ধ করে পালিয়ে যায় এই দম্পতি।

পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে তালা ভেঙ্গে ঘরের মেঝেতে গলায় গামছা পেছানো অবস্থায় ওই কথিত ‘দাদা’র মরদেহ উদ্ধার করা হয়।
পলাতক আসামীদের কে সিডি আর পর্যালোচনা করে ঝিনাইদহ জেলার সদর থানা থেকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন,প্রাথমিকভাবে জানা যায় নিহত ব্যক্তির সাথে আসামী সবুজ মিয়ার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক থাকার কারণে বাসায় ডেকে এনে দাদা পরিচয়কারী উজির আলীকে শ্বাসরোধ করে হত্যা করে ঐ দম্পতি।

ক্লুলেস মামলার ভিক্টিমের পরিচয় সন্মাক্ত এবং প্রকৃত খুনিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকলে তাদের কে আদালতে পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ