আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

ভোলায় দেশি হাঁসে পাড়লো কালো ডিম

মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাসনে একটি দেশি হাঁস কালো ডিম পেড়েছে।সে কালো ডিম নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উপজেলার জিন্নাগড় ৪নং ওয়ার্ড আবদুল মন্নান রাঢ়ী বাড়ীর মতিনের স্ত্রী তাসলিমা বেগমের পালিত একটি হাঁস গতকাল কালো ডিম দেয় পূনরায় আবার আজ ও একটি কালো ডিম দিয়েছে ।

তাসলিমা বেগম জানান, তার পালিত ১১টি দেশি হাঁসের মধ্যে
৮ মাস বয়সের একটি হাঁস এই প্রথম ডিম পাড়ে। ডিমের রং কালো দেখে প্রথমে ভয় পেয়ে যায়।পরে ডিমটি বাড়ির অন্যদের দেখালে মুহুর্তের মধ্যে কালো ডিমের সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়ে।

দেশি হাঁসের কালো ডিম দেখতে সে বাড়িতে মানুষের ভিড় জমায়।
চরফ্যাসন উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উপ সহকারী প্রাণী সম্পদ স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ইব্রাহিম বলেন,এই ঘটনা আরো কয়েকদিন পর্যবেক্ষণ করে দেখতে হবে কি কারনে এই হাঁস কালো ডিম পেড়েছে।

যদি দেখা যায় এই হাঁসটি ধারাবাহিকভাবে কালো ডিম পেড়েছে তাহলে প্রাণীসম্পদ অধিদপ্তরের গবেষণাগারে হাঁস ও ডিম পাঠানো হলে সঠিক কারন জানা যাবে।
তবে এধরনের ঘটনা এ দেশে প্রথম হয়েছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ