আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

নাফনদী থেকে ৩৩ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে ৩৩ হাজার ৩২০ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমেদ এ-র নেতৃত্বে টেকনাফ থানাধীন নাইট্যং পাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি আরও বলেন, অভিযান চলাকালীন সময়ে একটি ছোট ডিঙ্গি নৌকা দ্রুত গতিতে তীরে রেখে পালাতে দেখা যায় কয়েকজনকে।

পরবর্তীতে নৌকাটি তাল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩৩ হাজার ৩২০ পিস ইয়াবাসহ নৌকাটি জব্দ করা হয়।

এসময় ইয়াবা পাচার কারীরা লোকালয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি কোস্টগার্ড সদস্যরা।

পরবর্তীতে জব্দকৃত ইয়াবাগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ