আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

তাহিরপুরে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি:

বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, চোরাচালান সহ সমাজের সকল অপরাধ রোধে সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীমান্ত জনপদ বড়ছড়া জিরো পয়েন্টে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়েছে।

ট্যাকেরঘাট অস্থায়ী ফাঁড়ির ইনচার্জ মোঃ খায়রুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন,

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজ্বী আলকাছ উদ্দিন খন্দকার, তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাজ্বী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন।

প্রধান অতিথির বক্তব্যে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের জনগণের উপস্থিতি মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।

চোরা চালান, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার ক্রাইম, সমাজের ঝগড়া বিবাদ নিরসন সহ সমাজের সকল ধরনের অপরাধ রোধে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। এবং সকল ধর্মীয় উৎসব পালন ও নিরাপত্তা নিয়েও আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উত্তর ইউনিয়নের বিট অফিসার এস আই আবু বক্কর সিদ্দিক, তাহিরপুর আমদানি কারক গ্রুপের অর্থ সম্পাদক জাহের আলী, সচিব রাজেস পাল,

ট্যাকেরঘাট বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মুক্তার হোসেন, কাস্টমস সুপার আরিফ হোসেন, ইউপি সদস্য শাফিল মিয়া, শাহজাহান খন্দকার, রাসেদ, সদস্যা মিনারা বেগম প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ