আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৩ ইং

মতলব পৌরসভার কর্মকর্তাদের মাঝে সুরক্ষা পোশাক বিতরণ

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুর জেলার মতলব পৌরসভার অর্থায়নে ১৮ এপ্রিল শনিবার দুপুরে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরদের মাঝে করোনা সুরক্ষা পোশাক বিতরণ করেন পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন।

এ সময় পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার মিয়াজী পারভেজ, কিশোর কুমার ঘোষ, ইকবাল হোসেন পাটোয়ারী, বাংলাদেশের আলোর মতলব প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র আওলাদ হোসেন লিটন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে প্রত্যেকেরই সচেতন হওয়া জরুরি।
এছাড়া প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না। ত্রাণ কর্মকাজে সকলে করোনা সুরক্ষা বজায় রেখে চলাফেরা করার আহ্বান জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ