আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

কাব্য

 

আবু কাওসার অনিক

আচ্ছা এই যে আমি তোমায় নিয়ে
কাব্য লিখি প্রতি রাতে!
দাম কি আছে তোমার কাছে,
আমার এই ভালোবাসাতে!

ভালোবাসি বলে ভালোবাসো?
নাকি ভালোবাসো বলেই কাছে টানো?

শুনতে কি পাও,
আমার বুকে প্রতিটা রাত তোমার স্পর্শ নাচে।
ছন্দ বাজে মোর কানেতে তোমার মায়া-ধ্বনি তে।

আমায় নীল বলে যে ঠোঁট ডাকে!
সে ঠোঁটে হাসি তোমার,
আমার অন্তরে তে লাগে।
নিশ্চুপ একা রাতে যে তোমায় নিয়ে,
আমার ভাবতে খুব ভালো লাগে।

মেয়ে তুমি কি আমায় শুনতে পারছো!
ডেকে পাঠিয়েছি তোমায় আমার এ কাব্যে।
যে কাব্য প্রতিটি রাত তোমার জন্য জাগে।

লেখক: আবু কাওসার অনিক
শিক্ষার্থী, আইন বিভাগ।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ