আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ের সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভবন উদ্বোধন করেন, আইনমন্ত্রী

রনজিত কুমার,নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ের কালামপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর) সকাল দশ ঘটিকার সময় ধামরাই উপজেলার কালামপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানণীয় আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আনিসুল হক।

এ’সময় উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণাল সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এমএ মালেক, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন,

ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) ভাস্কর দেবনাথ বাপ্পি, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী সহ বিভিন্ন উপজেলার সাব-রেজিস্ট্রারগন,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাগন, সাংবাদিকগন ও সুধীজন।

নতুন ভবন উদ্বোধনের পর কালামপুর আমাতুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক শহীদুল ইসলাম ঝিনুক এর সভাপতিত্বে নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানণীয় আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আনিসুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সাংসদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও
স্বরাষ্ট্র মন্ত্রণাল সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

সাবেক সাংসদ ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এমএ মালেক, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন,ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) ভাস্কর দেবনাথ বাপ্পি, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সাকু,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সানোড়া ইউপি চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ খান লাল্টু, সহ বিভিন্ন উপজেলার সাব-রেজিস্ট্রারগন,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাগন, সাংবাদিকগন ও সুধীজন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ