আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

সাভারে সাংবাদিকের উপর হামলা, থানায় লিখিত অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সংবাদ কর্মীকে লাঞ্চিত এবং মারধরের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী ওই সংবাদ কর্মী সাভার মডেল থানায় বিষয়টি জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
লিখিত অভিযোগ থেকে জানা যায় শনিবার দুপুরে জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাভার প্রতিনিধি মোঃ ওমর ফারুক সকালে পৌর এলাকার টিয়াবাড়ি মহল্লায় করোনা পরিস্থিতির মধ্যেও নিষেধাজ্ঞা অমান্য করে লোকসমাগম ঘটিয়ে বিরোধপূর্ন জমিতে কাজ করার একটি সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে উপস্থিত হয়ে তিনি সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের উপস্থিতিতে দুই উভয় পক্ষের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করেন এবং স্থির চিত্র ধারন করেন। একপর্যায়ে পুলিশের উপস্থিতিতে আজাহারুল ইসলাম পিচ্চি নামে এক ব্যক্তি সংবাদকর্মী ওমর ফারুকের উপর হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে তার মোটরসাইকের চাবি ছিনিয়ে নেয়। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যদের সহযোগীতায় তিনি সেখান থেকে উদ্ধার হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে সাংবাদিক ওমর ফারুক বলেন, আমি বিরোধপূর্ন জমিতে কাজ করার ছবি তুলা মাত্রই সেখানকার দায়িত্বরত ত্বত্তাবধায়ক আজহাজরুল পিচ্চি আমার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে সে আমাকে মারধর করে মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। পরে উপস্থিত পুলিশ সদস্যদের সহায়তায় সেখান থেকে ফিরে এসে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, সংবাদ কর্মীর উপর হামরার বিষয়টি শুনেছি এবং লিখিত অভিযোগও পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ