আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

মালদ্বীপে যে কারনে বাংলাদেশ সরকার ত্রান সামগ্রী পাঠালো

 

মতিউর রহমানঃ

আপনি কি জানেন মালদ্বীপ নামক ছোট একটা দ্বীপ রাষ্ট্রে কতো হাজার বাংলাদেশি আছে। বাংলাদেশী আছে বড় কথা নয়, কথা হলো তারা মালিকানাধীন বা কোম্পানির আওতাভুক্ত কিনা।মালদ্বীপ শহরে ৫০ হাজারেরও বেশি বাংলাদেশী বসবাস করে।করোনা ভাইরাসের কারনে বিশ্ব অর্থনৈতি মন্দা যাচ্ছে।করোনা ভাইরাসের প্রভাবে লক ডাউনে এসব অভিবাসীকে নিয়ে মালদ্বীপ সরকার হিমসিম খাচ্ছে।বাংলাদেশের বৈদেশিক অর্থের বড় একটা চাকা এই মালদ্বীপ থেকে ঘুরে এবং মালদ্বীপ দেশটা সম্পূর্ণ ফরেনারের উপর নির্ভরশীল। তাদের নিজস্ব কোন উৎপাদন নেই, সবকিছু তারা বাহির রাষ্ট্র থেকে আমদানি করে।

সুতরাং, এই পরিস্থিতিতে তারা তাদের দেশের নাগরিকের মতোই সুযোগ সুবিধা আমাদের দেশের নাগরিকদের দিচ্ছেন, যেখানে তারা খাওয়ার পানিসহ সকল সামগ্রী বাহির রাষ্ট্র থেকে আমদানি করে।এ মুহুর্তে শুধু মালদ্বীপ নয় অসহায় রাষ্ট্রের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিৎ।বাংলাদেশ সরকার এসব রেমিটেন্স যোদ্ধাদের নিরাপত্তার কথা বিবেচনা করে‌ই মালদ্বীপ প্রবাসীদের জন্য সহায়তা পাঠিয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ