আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

মনের ঘরে সামছুন নাহার শেলী

নিজস্ব প্রতিবেদক :

মনে মনে কিছু প্রশ্ন ছিলো
ঐ দূর আকাশ টার কাছে
ভেবেছিলাম উত্তর আসবে
মিষ্টি বাতাসের খামে ভেসে।

ভালোবাসায় ভরা ঐ আকাশ
যখন কালো মেঘে ভরে যায়
তখন স্বরণ করে সে আমায়
আর পরিয়ে দিল বৃষ্টির মালা

বৃষ্টির পানি চলে খাল বিল বনে
কখন সে ভাসিয়ে নিলো আমায়
সব কিছুই ছেড়ে দূর নদীর পানে
কূল নাই কিনারা নাই যেখানে।

বল কোথা থেকে কি হারালাম
গন্তব্যহীন ভাবে পা বাড়ালাম
নদীর মত সব বিরহ আর কষ্ট
সমুদ্রের বুকে জমা করলাম।

আজো বলি ভুলে ভরা জীবনটা
ফুলের মত ছিল ছোট্ট মনটা
কত যে খেলেছি সময় কালে
সব হারিয়ে মন ফিরেছে ঘরে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ