আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সাংবাদিক নাজমুল ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন

 

নিজস্ব প্রতিবেদক

 

করোনা ভাইরাসের ভয়াল থাবায় অচল অর্থনীতি। বন্ধ রয়েছে কলকারখানা, অফিস-আদালতসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান। ইতিমধ্যে ভাইরাসের সংক্রমন থেকে বাঁচার জন্য দেশের বিভিন্ন জেলা-উপজেলা, গ্রাম ও পাড়া-মহল্লায় লকডাউন ঘোষনা করা হয়েছে। সাধারন মানুষকে ঘরে থাকতে বলা হলেও নিশ্চিত করা হয়নি তাদের খাদ্যের। তাই বাধ্য হয়ে উপার্যন না করতে পেরে কোন মতে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে কর্মহীন হতদরিদ্র মানুষেরা। ঠিক সেই মুহুর্তেই অভাবী এসব মানুষের কথা চিন্তা করে রাতের আঁধারে নিজে কাঁধে করে তাদের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন আলোচিত সাংবাদিক নাজমুল হুদা। সমাজের খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষের কল্যানে বাড়িয়ে দিয়েছেন দুই হাত।
দিনের বেলায় জীবনের ঝুঁকি তিনি করোনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন প্রতিষ্ঠান, অর্থনিতি, মানুষের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন সেই তিনিই দিনশেষে ক্লান্ত হয়ে ঘরে ফেরার পর নিজের ব্যক্তিগত অর্থে কেনা খ্যাদ্যসামগ্রী নিয়ে ছুটে চলেন অভাবি মানুষের দুয়ারে দুয়ারে। ইতিমধ্যে তিনি ব্যাক্তিগত উদ্যোগে সাভারের বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের মাঝে ৭ দিনের খাবার তুলে দিয়েছেন।
নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকেও নিয়মিত করোনাভাইরাস ঠেকাতে প্রয়োজনীয় সচেতনতামূলক বার্তা দিয়ে যাচ্ছেন সাংবাদিক নাজমুল হুদা। তিনি এক ভিডিওতে করোনায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়া করোনার কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের আহ্বান জানিয়েছেন তিনি।
সাংবাদিক নাজমুল হুদা বলেন, গরীব হলেও তারাও মানুষ। তাই দেশের এই ক্রান্তিকালে তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি ছাত্রজীবন থেকে পেশাগত জীবনে অনেক গরীব ও অসহায় মানুষকে সহযোগীতা করেছি এবং তাদের ভালোবাসা পেয়েছি যেটা ভুলার মতো না। আপনারা দোয়া করবেন আমি যেন শুধু করোনা ভাইরাসই নয় সকল বিপদে-দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়াতে পারি।
এদিকে সাংবাদিক নাজমুল হুদার মানবিক এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তাই এই দুর্যোগের সময়ে ঘরে বসে না থেকে তারাও নাজমুল হুদার কর্মকান্ডে অনুপ্রানিত হয়ে নিজেদের সাধ্যমতো সহযোগীতার হাত বাড়িয়ে দিবেন বলে জানিয়েছে।
অন্যদিকে নাম প্রকাশে একজন সাংবাদিক নাজমুল হুদার প্রশংসা করে বলেন, সাভারের সাংবাদিকদের মধ্যে নাজমুল হুদার চেয়েও ধণাঢ্য সাংবাদিক রয়েছেন তারাও যাতে করোনার এই ক্রান্তিকালে যার যার অবস্থান থেকে সাধারন মানুষের পাশে দাড়ান সেই আহŸান জানান। পাশাপাশি স্বাচ্ছল সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু সাধারন মানুষ নয় সাংবাদিকদের মধ্যেও যারা আপনাদের তুলনায় নগন্য তাদের খোজ খবর নিয়ে সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ করেন।

উল্লেখ্য দেশে করোনা ভাইরাস সংক্রমণ ক্রমেই দ্রুত ছড়াচ্ছে। প্রতিদিন বাড়ছে নতুন শনাক্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় একইসঙ্গে নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দুই-ই বেড়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শনাক্ত হয়েছে ৩৪১ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। যা গতদিনের চেয়ে যথাক্রমে ১২২ ও ৬ জন বেশি। এর আগে ১৫ এপ্রিল ৪ জন, ১৪ এপ্রিল ৭ জন, ১৩ এপ্রিল ৫ জনের মৃত্যু হয়। সবশেষ ১০ জনসহ মোট মৃত্যু হয়েছে ৬০ জনের।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ