আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে চিকিৎসকসহ তিন জনের করোনা সনাক্ত

 

নিজস্ব প্রতিবেদক

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা পজেটিভ চিকিৎসকের সংস্পর্শে আসা আরো দুই কর্মীসহ নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজমুল হুদা মিঠু। এ নিয়ে সাভারে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো চার এ।

নাজমুল হুদা মিঠু বলেন, এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়। তার সংস্পর্শে আসা জরুরি বিভাগের একজন ইন্টার্ন চিকিৎসক ও একজন পিয়নের আজ করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তাদের মধ্যে কোন করোনার লক্ষণ ছিলো। তারা বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আছেন। দ্রুতই তাদের ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

এছাড়া আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় আরেক জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এই ঘটনায় ওই ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়ে পুরো এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

গত ১৪ এপ্রিল সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিসক করোনা করোনায় আক্রান্ত হলে হাসপাতালটির চিকিৎসক, নার্স, স্টাফসহ মোট ৪২জনের এবং আশুলিয়া থেকে করোনা উপসর্গ থাকা একজনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে ওই ৩ জনের করোনা নেগেটিভ আসে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ