আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

উত্তাল বঙ্গোপসাগরে মাঝি সহ নিখোঁজ ১৬ জেলে

জাহিদুল ইসলাম জাহিদ,কুয়াকাটা প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ৫টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসব ট্রলারে থাকা ৫৪ জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ১৬ জন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

শুক্রবার (১৯ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। হঠাৎ ঝড়ের কবলে পড়ে প্রচন্ড স্রোতের চাপে ডুবে যায় ট্রলার।

ডুবে যাওয়া ট্রলারগুলো হলো- এমবি মামনি(৩), এফবি সাইফুল, এফবি আল মামুন, এফবি কুলসুম ও এফবি রফিক মিঝি।

এর মধ্যে এফবি রফিক মাঝির ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভোলার হাজারীগঞ্জে। বাকি চার ট্রলারে থাকা জেলেদের বাড়ি মহিপুরের বিভিন্ন এলাকায়।

এদিকে প্রচন্ড বাতাস, আর স্রোতের চাপে গভীর সমুদ্রে বসে, ইউসুফ কোম্পানির ট্রলারের মাঝি,মোঃ এসহাক আনুমানিক সকাল ৮ টার দিকে ট্রলার থেকে ছিটকে পরে যায় । এখন প্রজন্ত কোন খোঁজ মিলেনি তার।

উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ৫৪ জেলে উদ্ধার হলেও নিখোঁজ হন ১৬ জেলে।

এর মধ্যে নিখোঁজ এফবি কুলসুম ট্রলারের ১৪ জেলে, এফবি রফিক মাঝি ট্রলারের মালিক রফিক মাঝি (৬০) ও এফবি মরিয়ম ট্রলারের মাঝি এসাহাক (৪৫)।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সেলিম মন্ডল বলেন, সাগরে ট্রলারডুবির খবর পেয়েছি। আমাদের টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ