আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

সশরীরে শিক্ষার্থীদের সমস্যার কথা শুনলেন কুবি উপাচার্য

কুবি প্রতিনিধি:

সশরীরে শিক্ষার্থীদের কাছে গিয়ে শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সেগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

বুধবার (১৭ আগস্ট) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে ক্যাম্পাস থেকে শহরে বাস রউনা হওয়ার পূর্বে জরো হয়ে থাকা শিক্ষার্থীদের সাথে তিনি সমস্যার কথা জানতে চান।

এসময় শিক্ষার্থীরা উৎফুল্ল হয়ে নিঃসংকোচে নানা সমস্যার কথাও বলেন। শিক্ষার্থীরা ভাড়া করা বিআরটিসি বাসের ফিটনেস সমস্যা, ড্রাইভার না থাকা, কেন্দ্রীয় লাইব্রেরিতে টয়লেট না থাকাসহ নানা সমস্যা নিয়ে কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত সমাধান করবেন জানিয়ে বলেন, আমাদের যতটুকু রিসোর্স রয়েছে সেগুলো তোমাদের জন্য সর্বোচ্চ ব্যয় করা হবে।

বিশ্ববিদ্যালয়টা তোমাদের, তাই তোমাদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আমাদের।

তোমরা পড়াশোনা করো। দেশে-বিদেশের বড় বড় পদে যাও। এটাই আমাদের চাওয়া। তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে এসো কিন্তু কখনো অন্য চাকরির জন্য যেন পিছনে না ঘুরতে হয়। তোমাদের সফলতাই আমাদের প্রাপ্তি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ