আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

বান্দাইখাড়া হাট বাজারে টয়লেট ব্যবস্থা না থাকায় ভোগান্তী জনগণের

মোঃ ফিরোজ হোসাইন,নওগাঁ প্রতিনিধিঃ 

নওগাঁর আত্রাইয়ের বান্দািখারাড়া বাজার
আত্রাই থেকে ১৪ কিঃ পশ্চিমে, ভাবনীগঞ্জ থেকে ১৩ কিঃ উত্তরে মান্দা, থেকে ২২ কিঃ দক্ষিনে, নওগাঁ থেকে ২৬ কিঃ মিটার দক্ষিন

পশ্চিমে অবস্থিত ঐতিহ্যবাহী বান্দাইখাড়া বাজার। অত্র নওগাঁ জেলার মধ্যে এই একটি মাত্র বাজার যাকে সরকারী ভাবে প্রতিদিনের বাজারকে হাট বলে ঘোষনা করা হয়েছে।

প্রতিদিন হাজার হাজার মানুষের কেনা কাটায় মুখরিত হয়ে উঠে বাজারে। যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার কেনা কাটা হয় এই বাজারে,কিন্তু দুঃখের বিষয় এই বাজারে কোন প্রকার পাবলিক টয়লেট নেই,আর পাবলিক,

টয়লেট না থাকার কারনে হাট বাজারে আসা পাবলিক বিভিন্ন ভানে হাটকাজারের পরিবেশ নষ্ট করতেছে এতে করে মানুষের রোগ ব্যাধি হওয়ার সম্ভবনা বেশি। স্থানীয় চেয়ারম্যান বিভিন্ন সময় প্রতিশ্র“তি দিলেও তা এখনো গড়ে উঠেনি এই বাজারে প্রায় ৪৫০টির বেশি দোকান ঘর আছে এবং বহু লোকজন ফুটপাতে বসে বেচা কেনা করে।

তাই এলাকার তথা বাজারের সকলের দাবি অতি দ্রত এই বাজারে অন্তত কয়েকটি পাবলিক টয়লেট তৈরি করে দেওয়া হোক। এই মর্মে সর্ব সাধারণ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ