আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং

প্রতীক্ষা

 

মুহাম্মদ সোহেল রানা

মৃত্যুর মিছিল বেড়েই যাচ্ছে
প্রসাসন মুড়ি খেয়েই যাচ্ছে
সহযোদ্ধারা প্রতিবাদ করেই যাচ্ছে
অপরাধী জামিন পেয়েই যাচ্ছে
নেতা আশ্বাস দিয়েই যাচ্ছে
এত কিছু যাচ্ছে কোথায়?
“হানি বানি চল আইন মানি”
নিরাপদ সড়ক হবেনা জানি।
গরু-ছাগল চিনলেই লাইসেন্স হয়ে যাচ্ছে
নাম-রং বদলে গাড়ি ফের রাস্তায় যাচ্ছে
ডাকসু ভিপি নুর সমর্থন দিয়ে যাচ্ছে
আবরারের নামে ফুট ওভারব্রিজ হয়ে যাচ্ছে
এতসব যাচ্ছে কোথায়?
“হানি বানি চল আইন মানি”
নিরাপদ সড়ক হবেনা জানি।
জাহানারা কাঞ্চন ক্লান্ত হয়ে যাচ্ছে
সেই কোমলমতিরা ফের ক্ষেপে যাচ্ছে
সরকার প্রধানের কাছে খবরও যাচ্ছে
এত কিছু যাচ্ছে কোথায়?
“হানি বানি চল আইন মানি”
নিরাপদ সড়ক হবেনা জানি।
আর কত প্রাণ গেলে সড়ক হবে নিরাপদ
‘স্বভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ আজ নিব এ শপথ।

লেখক : মোহাম্মদ সোহেল রানা
প্রভাষক,
সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ