আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

মহাস্থানগড় প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত

মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার মহাস্থানগড় প্রেসক্লাবের অস্থায়ী অফিসে সোমবার (১৫ই আগস্ট ২০২২ইং) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভার সভাপতিত্ব করেন মহাস্থানগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মোঃ নুরনবী রহমান।

এসময় বক্তব্যে রাখেন মহাস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না।

১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে হত্যা করে বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিলো।

কিন্ত তাদের স্বপ্ন বাস্তবে রুপ নেয়নি।পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশের ইতিহাসের বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

মহাস্থানগড় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নুর ইসলাম জনির সঞ্চালনায় আলোচনা সভায়, আরো বক্তব্য রাখেন অত্র প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ গোলজার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মাহবুব, প্রচার সম্পাদক মোঃ জহুরুল ইসলাম সৈকত, সহ সকল সদস্য ও সুধি বৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ