আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

কালিহাতি প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতী বিশেষ প্রতিবেতক গৌরাঙ্গ বিশ্বাস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম  শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট)  উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন।

এছাড়াও সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত, সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, ২টি যুব সংঠনের মাঝে নিবন্ধন সনদ ও ১৪ জন বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে ৬ লাখ ৮০ হাজার টাকা যুব ঋণ প্রদান,

সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, উপজেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের সকল শিক্ষাকেন্দ্রে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত,

আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বাদ যোহর ও সুবিধাজনক সময়ে কালিহাতী উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

আয়োজিত সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন,

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হ

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কালিহাতী শহীদ শফি সিদ্দিকী চত্বরে কালিহাতী পৌর আওয়ামীলীগের উদ্যোগে,

কালিহাতী মুন্সিপাড়া হাটখোলায় ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেকের উদ্যোগে, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ঘুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে,পৌর যুবলীগের আহবায়ক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন,

কামার্থী সালাম কমিশনানের উদ্যোগে, বাংড়া ইউনিয়নে হাসমত আলী চেয়ারম্যানের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল, বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরিপাড়া বাজারে উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সেলিম সিকদারের উদ্যোগে,

একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আগজোয়াইর বাজারে বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের উদ্যোগে ও নাগবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জামাল হোসেনের উদ্যোগে ,

পারখী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সহ প্রায় প্রত্যেকটি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গণভোজের আয়োজন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ