আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

জাবিতে উপাচার্য প্যানেল নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়েছে অধ্যাপক আমির হোসেন

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এতে সর্বোচ্চ ৪৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আমির হোসেন।

অন্যদিকে বর্তমান উপাচার্য (সাময়িক) অধ্যাপক নূরুল আলম ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় এবং ৩২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভোট গণনা শেষে এ ফল প্রকাশিত হয়।
সিনেট মনোনীত এই তিনজনের প্যানেল বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এর মধ্য থেকে একজনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

এবারের নির্বাচনে শিক্ষকদের তিনটি পক্ষ থেকে মোট আটজন প্রার্থী ছিলেন। যাদের মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ২৩ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী পেয়েছেন ২০ ভোট, শিক্ষক সমিতির সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ১৯ ভোট, বাংলা বিভাগের অধ্যাপক পৃথ্বীলা নাজনীন নীলিমা ১৫ ভোট এবং রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা পেয়েছেন ৭ ভোট।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ