আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

কুয়াকাটায় লোকাল পরিবহনের ড্রাইভারকে ১০ হাজার টাকা জরিমানা

জাহিদুল ইসলাম জাহিদ,কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের সাথে অসৎ আচরণের কারনে বরিশাল টু কুয়াকাটা লাইনে চলা লোকাল বাস রুদ্র-তুর্জ নামের একটি বাসের ড্রাইভারকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার ১২/৮/২০২২ ইং তারিখ বেলা ১২টায় পর্যটকদের অভিযোগের ভিত্তিতে, পটুয়াখালী জেলা সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট রুনাল্ট চাকমা কুয়াকাটা চৌরাস্তায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করেন।

জানা যায়, রুদ্র-তুর্জ নামের একটি বাসে বরিশাল থেকে কয়েকজন পর্যটক কুয়াকাটার উদ্দেশ্য টিকেট কাটে কিন্তু তাদেরকে ওই বাসে বসার জন্য সিট না দিয়ে দাড় করিয়ে নিয়ে আসে এবং পর্যটকরা বসার স্থান চাইলে তাদের সাথে খারাপ আচরণ করে বাসের ড্রাইভার ও সুপারভাইজার। পরে কুয়াকাটায় পৌঁছে আইনের আশ্রয় নেন পর্যটকরা।

স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা বলেন, পর্যটকদের দিন দিন হয়রানীর মুখে পড়তে হয়, এই লোকাল বাসের ড্রাইভার হেল্পার ও সুপারভাইজারে কাছে।

প্রতিনিয়তই এরকম অনেক অভিযোগ আমাদের কাছে আসে। এরকম চলতে থাকলে পরিবহনের উপরে আস্থা হারিয়ে ফেলবে স্থানীয় সহ পর্যটকরা এতে ক্ষতির মুখে পড়বে পর্যটন শিল্প।

নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারী
কমিশনার রুনাল্ট চাকমা জানালেন, পর্যটকের এমন অভিযোগ আমরা অনেক পেয়েছি লোকাল বাস গুলোর বিরুদ্ধে,

বর্তমানে আজকে পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিতিদের জিজ্ঞেস করলে ঘটনার সত্যতা পাই,

এছাড়াও এই বাসে অন্য যাত্রিদের সাথেও খারাপ আচরণ করা হয়েছে তাই তাঁকে জরিমানার আওতায় নিয়ে আসা হয়। জেলা প্রশাসকের নির্দেশে সার্বক্ষনিক পর্যটকদের সুবিধায় কুয়াকাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ