আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

জাবির ছাত্রী হলে র‍্যাগিং: সাংবাদিকদের তথ্য দেওয়ায় শোকজ

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে সোমবার (৯আগস্ট) রাতে র‍্যাগিং এর ঘটনায় সাংবাদিকদের কাছে তথ্য দেয়ার অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থীকে শোকজ করেছে হল কর্তৃপক্ষ।

ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় (৪৯ তম ব্যাচ) বর্ষের শিক্ষার্থী।

গতকাল বুধবার (১০আগস্ট) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহা. মুজিবুর রহমান স্বাক্ষরিত নোটিশে ১৪ আগস্টের ভিতর কারণ দশানোর জন্য বলা হয়েছে।

নোটিশে বলা হয়, ‘প্রশাসনকে না জানিয়ে রুম পরিবর্তন এবং প্রভোস্টকে না জানিয়ে সাংবাদিকদের অভিযোগের তথ্য জানিয়েছেন।

আগামী ১৪ আগস্টের ভিতর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের অফিস কক্ষে লিখিত বক্তব্য দেওয়ার জন্য বলা হচ্ছে।

অন্যথায় আপনার আত্মপক্ষ সমর্থনে কোনো বক্তব্য নেই বিবেচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা মোতাবেক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, রাতভর র‍্যাগিংয়ের শিকার হয়েছি। সেই অভিযোগ প্রাধ্যক্ষ বরাবর জানিয়েছি। সাংবাদিকরা হয়তো কোন সোর্স থেকে এ তথ্য পান।

যখন তারা আমাকে কল দিয়ে জানতে চান আমি তাদেরকে ব্যাপারটা বলি। এখানে আমার দোষ কি। সাংবাদিকদের তো সোর্সের অভাব নেই, তারা হয়তো কোন সোর্স থেকে তথ্য পেয়েছে। সাংবাদিকদের তথ্য দেওয়া কি দোষের?

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ