আজ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ ইং

কুবির দুই কর্মকর্তাকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই কর্মকর্তাকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। ফেডারেশনের সভাপতি মহিউদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মো.হাসানুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সভাপতি ও বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী
ফেডারেশনের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দিপক মজুমদার ও চতুর্থ শ্রেণী

কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ
সম্পাদক ও বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সহ ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. জসিম এবং কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ও

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কাউন্সিল
সদস্য মো. মহসিন কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের চাকরী খেয়ে
ফেলার হুমকি সহ নানাভাবে ধমক দিয়েছেন।

আমরা বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন মনে করি, কর্মচারী নেতৃবৃন্দ সকল সাধারণ কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কথা বলবে এটাই স্বাভাবিক। কিন্তু প্রফেসর ড. আবু
তাহেরের অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় তিনি ক্ষিপ্ত হয়ে যে আচরণ করেছেন,

চাকরী খেয়ে ফেলার হুমকি দিয়েছেন
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে এর সঠিক বিচার প্রত্যাশা করি।

উল্লেখ্য, শিক্ষক থেকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত অধ্যাপক ড. মো. আবু তাহেরের অপসারণ দাবি করে গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় তার দফতরে তালা লাগিয়ে আন্দোলন শুরু করেছিল কর্মকর্তা-কর্মচারীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ