আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

পেকুয়ায় বোট ডাকাত আলম গ্রেপ্তার

দেলওয়ার হোসাইন, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় টাগবোটে (জলযান) ডাকাতির ঘটনায় আকতার আলম (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পেকুয়া থানার এসআই মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পুলিশ রবিবার (৭ আগষ্ট) বিকেল তিনটার দিকে অভিযান চালিয়ে উপজেলার মগনামা ইউনিয়নের কালারপাড়ার বেড়িবাঁধ থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আকতার আলম মগনামা ইউনিয়নের কালারপাড়া এলাকার আহমদ হোসেনের ছেলে

জানাগেছে,১ আগষ্ট গভীররাতে উজানটিয়া ইউনিয়নের ঘোষালপাড়া কাজিরঘোনা কুতুবদিয়া চ্যানেলের মোহনায় নোঙর করে রাখা একটি বোটে হানা দেয় ডাকাতদল।

চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির টাগবোটে থাকা লোকজনকে হাত পা বেঁধে লুটপাট চালায় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা
এ সময় ডাকাতের মারধরে আহত হন চীনা নাগরিক লিউ ইয়াং (৩৫),সান জিয়া ইয়ং (৫২), জাং জিয়াং ওয়াই (৩৪) ও বাংলাদেশি নাগরিক আমিরুল (৩২)।

এক পর্যায়ে ডাকাতদলের সদস্যরা নগদ টাকা, একটি আইপ্যাড, তিনটি মুঠোফোনসহ মালামাল লুট করে নিয়ে যায়।

পুলিশ জানায়,ডাকাতির ঘটনায় চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্যবস্থাপক সাকিব উদ্দিন চৌধুরী বাদী হয়ে শনিবার রাতে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এসআই মোজাম্মেল হোসেন জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকতার আলমকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিকভাবে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ