আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

কক্সবাজার সমুদ্র সৈকতে একের পর এক ভেসে আসছে জেলিফিস

সাজন বড়ুয়া সাজু, কক্সবাজার:

কক্সবাজারে ভেসে এসেছে বক্স প্রজাতির মৃত জেলিফিশ। গত দু’দিন ধরে ঢেউয়ের তোড়ে ভেসে আসা মৃত জেলিফিশগুলো পড়ে আছে সাগর পাড়ে।

মঙ্গলবার দেখা যায় কক্সবাজার সমুদ্র পাড়ে পড়ে আছে অসংখ্য মৃত জেলিফিশ। যা কয়েকদিন ধরে ঢেউয়ের তোড়ে ভেসে এসেছে।

স্থানীয়রা বলছেন, সাগর পাড়ে এতো বড় আকারের এতো বেশি মৃত জেলিফিশ আগে কখনো দেখেননি তারা।

মঙ্গলবার রাতে ভেসে আসা জেলিফিশের নমুনা সংগ্রহ করেছে সমুদ্র গবেষণা ইনিস্টিটউটের বিজ্ঞানীরা।

তারা জানান, জেলিফিশ বিষাক্ত। বক্স প্রজাতির এই জেলিফিশ মানুষের শরীরের জন্য ক্ষতিকারক।

বিশেষজ্ঞরা বলছেন, জেলেদের জালে অথবা বালুতে আটকা পড়ে মারা যাচ্ছে এসব জেলিফিশ।

সাগরে দূষণ অথবা জীব-বৈচিত্র্য ভারসাম্য হারানোর ফলে এই জলজপ্রাণীর মৃত্যুর কারণ এখনো বলার সময় হয়নি বলে জানায় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট।

সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা জানান, হঠাৎ জেলিফিশের মৃত্যুর রহস্য এখনি নিশ্চিত করে বলা সম্ভব না। তবে ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকা পড়ে জেলিফিশগুলো মারা যেয়ে থাকতে পারে।

এছাড়া গভীর সাগরে লবণাক্ততার পরিমাণ বেড়ে গেলে কম লবণাক্ততার জায়গায় জেলিফিশ উপকূলে চলে আসতেই আটকে পড়ে বালুতে। তখনও এগুলোর মৃত্যু হয়ে থাকতে পারে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ