আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

নওগাঁতে এখন কৃষক চাষীরা ব্যস্ত সোনালী আঁশ পাট সংগ্রহে

মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে
এক সময়ে পাট কে সুনালী আঁশ বলাহতো৷ কিন্তু এ সোনালী আঁশ কৃষকের গলার ‘ফাঁস’ হয়ে দাড়িয়েছিল,কিছুটা সময়ের আবর্তনে৷

তখন অনেক কৃষকই পাট চাষ বন্ধ করে দিয়েছিলেন৷ গত কয়েক বছর ধরে ন্যায্য মুল্য না পাওয়ায় কৃষকরা পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল৷

তবে গত বছর পাটের দাম ভালো পাওয়ায় আবারও কৃষকরা পাট চাষে আগ্রহী হয়ে উঠেছে বলে যানাযায় ৷ আত্রাই উপজেলার হাকালুপাড়া গ্রামের মোঃ জফের আলী জানান পাটের দাম ভালো হওয়ায় পাটের সুদিন ফিরেছে৷

নওগাঁর পাট অধিদফতরের উন্নয়ন কর্মকর্তা বলেন,পাটের সোনালী অতীত ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি৷
তিনি বলেন, দেশ ও বিদেশে আমাদের পাটের চাহিদা বাড়ছে৷
গত বছরের মতো এবছর কৃষকরা পাটের দাম ভালো পাবে৷

উপ-সহকারি কৃষি কর্মকর্তা কেরামত আলী জানান, এবার গত বছরের তুলনায় আমাদের এলাকায় পাটের আবাদ অনেক বেশি হয়েছে। আশা করছি বাম্পার ফলন হবে।

এলাকার কৃষকরা যাতে পাট যথাযথভাবে উৎপাদন করতে পারে এবং স্বল্প খরচে উচ্চ ফলনশীল পাট উৎপাদন করতে পারে এ জন্য আমরা প্রতিনিয়ত কৃষকদের নিকট গিয়ে পরামর্শ প্রদান করছি।

বিভিন্ন রোগবালাই থেকে পাটকে মুক্ত রাখতেও পরিমিত পরিমান ঔষধ প্রয়োগের পরামর্শ দিয়ে আসছি।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন জানান, গত বছরের চেয়ে এ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে পাট চাষ হয়েছে।

পাটের ফলনও হয়েছে বাম্পার। অন্যান্য বছরের তুলনায় এবার পাটের দাম ও অনেক বেশি। পাটের নায্য মূল্য পেলে চাষিদের মাঝে পাট চাষে আগ্রহ বাড়বে বলে তিনি মনেকরেন।

কৃষক পাট চাষেরা উদ্ধুদ্ধ হচ্ছেন এবং পটের ন্যায্য মুল্যও পাচ্ছেন, কৃষক চাষীরা বলেন
আমরা পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসবো আবারও৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ