আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

শাহজাদপুরে ৩ টি ক্লিনিক সিলগালা

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ শাহজাদপুরে অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য অধিদফতর।

এসময় ৩টি ক্লিনিক সিলগালা করা হয় এবং একটি ক্লিনিককে লাইসেন্স নবায়ন না করায় কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালনা করে তিনটি ক্লিনিক সিলগালা করে বন্ধের নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম। অভিযান পরিচালনায় সহযোগীতা করে শাহজাদপুর থানা পুলিশ।

এসময় লাইসেন্স না থাকায় পৌরসদরের ডাকবাংলো পাড়ার মা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার,

করতোয়া ব্রিজের পূর্বপাড় ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয় এছারা প্রত্যাশা ডায়াগনস্টিক এ্যান্ড হসপিটালের ডায়াগনস্টিক লাইসেন্স থাকলেও তা নবায়ন নাই ও হাসপাতালের কোন লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটি,

সিলগালা করে বন্ধ করা হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম।

তিনি আরো জানান, শুধু মাত্র লাইসেন্সের জন্যে আবেদন করে ক্লিনিকগুলো কার্যক্রম শুরু করেছিলো কিন্তু এখনো চুড়ান্ত অনুমোদন না পাওয়ায় প্রতিষ্ঠানগুলো সিলগালা করে বন্ধ করা হয়েছে।

এছারাও লাইসেন্স নবায়ন না করায় উপজেলার নুকালীতে অবস্থিত ট্যাংকলরী সমবায় হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাসুদ রানা থানা ও পুলিশের টিম উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ