আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

নলডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ শুভ উদ্বোধন অনুষ্ঠিত

এ,কে,এম,খোরশেদ আলম,নাটোর  প্রতিনিধিঃ

নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর কর্মকর্তার আয়োজনে নাটোরের নলডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে,পায়রা উড়িয়ে ও রেলী বাহির হয়ে বিভিন্ন সড়ক ঘুরে এসে পরিষদ চত্বরে শেষ হয়।

নলডাঙ্গা বারনই নদীর ব্রিজে পাশে নিচে নদীতে ও নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছোট পুকুরে পোনা মাছ অবমুক্তকরন করা হয়।

এর মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ ২৩ জুলাই হতে ২৯ জুলাই,২০২২ইং পযন্ত চলবে।

টেলিকনফারেন্স এর মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি, (নাটোর-নলডাঙ্গা)-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

পরে উপজেলা সহকারীর কমিশনার (ভূমি) সুমা খাতুন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে
পুরুষ্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফোজিয়া ফেরদৌসী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিশোয়ার হোসেন,

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী,

পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস,জেলা পরিষদের সদস্য রইচ উদ্দিন রুবেল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোস্তফা মাসুদ,

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নুকুল, উপজেলা পয্যায়ের সরকারি দপ্তরের সকল প্রতিনিধি,উপজেলার মৎস্য চাষীগণ সহ নলডাঙ্গা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ