আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

জি এম রিয়াজুল আকবর,নিজস্ব প্রতিবেদক,খুলনা

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর
বাংলাদেশ’-এ শ্লোগান সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে কয়রায় সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৩ জুলাই) সকাল ১০ টায় কয়রা উপজেলা মংস অফিসারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক মৎস্য চাষের উপর বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে
জনগণকে মৎস্যচাষে সম্পৃক্ত করতে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে আলোচনা সভা, র‍্যালি, মাছের পোনা অবমুক্তসহ বিভিন্ন কর্মপরিকল্পনা।

এছাড়া মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা কর্মসূচির আয়োজন করা করা। এ সময় উপস্থিত ছিলেন কয়রায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদি বৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ