আজ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং

সাংবাদিক সৌমিত্র মানব এর প্রথম মৃত্যুবার্ষিকী

 

রনজিত কুমার পাল (বাবু)
ঢাকা জেলা প্রতিনিধি:

বৃহষ্পতিবার (১৬ই এপ্রিল) সাভার প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা সৌমিত্র মানব’ এর প্রথম মৃত্যুবার্ষিকী। গত ১৬ই এপ্রিল -২০১৯ খ্রীস্টাব্দ বছরের এই দিনে তিনি সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সৌমিত্র মানব’এর প্রথম মৃত্যুবষির্কী উপলক্ষে তাঁর পৈত্রিক বাড়ি সাভার দক্ষিণ পাড়ায় গরীব অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রয়াত সৌমিত্র মানব এর কন্যা সৌমিলি মানব তাঁর বাবার বিদেহী আত্মার শান্তি কামনায় আশীর্বাদ করার জন্য সহকর্মী, বন্ধু, গুণগ্রাহী, আত্মীয়-স্বজনহ সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ জানিয়েছে।
সাভার ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিক সহকর্মী বন্ধুরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ