আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

নওগাঁ জেলাকে লকডাউন ঘোষণা

 

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধি:

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমন প্রতিরোধে নওগাঁ জেলাকে পুরোপুরি লকডাউন ঘোষণা দিয়েছেন নওগাঁ জেলা প্রশাসন।বুধবার দুপুরে জেলা প্রশাসক হারুন-অর-রশিদ গণবিজ্ঞপ্তি জারি করে এ নির্দেশ দেন। ফলে আজ ১৫ এপ্রিল বুধবার সন্ধ্যা ৬টা থেকে নওগাঁর ১১টি উপজেলায় সহ সমগ্র জেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে। এছাড়াও লকডাউন চলাকালে নওগাঁ জেলা থেকে কেউ বাইরে যেতে কিংবা অন্য জেলা থেকে কেউ নওগাঁ জেলাতে প্রবেশ করতে পারবে না।এমনকি জেলার ভেতরও এক উপজেলা থেকে অপর উপজেলাতেও প্রবেশে বিধি-নিষেধ।

জেলা প্রশাসক প্রেস রিলিজ-এ জানান, জরুরি পরিসেবা ছাড়া সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং সামাজিক দুরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক আরও জানান, ইতোমধ্যেই জেলার প্রতিটি প্রবেশ দ্বারে বসানো নিরাপত্তা চৌকি আরো বেশি সতর্ক ও সক্রিয় করা হয়েছে। সরকারি বিধি নিষেধ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউনিয়ন ও প্রতিটি গ্রাম-জনপদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি সতর্কতায় থাকতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার জেলা করোনা প্রতিরোধ কমিটির এক বৈঠকে সদস্যগণ সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান সভার সভাপতি ও জেলা প্রশাসক হারুন অর রশিদ। দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও এখনো মুক্ত রয়েছে নওগাঁ জেলা। তবে এরই মধ্যে অনেক জেলার বাসিন্দা ঢাকা, নারায়ণগঞ্জ ও অন্যান্য জেলা থেকে বাড়ি ফিরেছেন। তাদেরকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং প্রশাসন সব সময় এবিষয়ে তৎপর রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

একই সাথে নওগাঁর সুযোগ্য জেলা প্রশাসক হারুন অর রশিদ ও জেলার সুযোগ্য জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম মহোদয়, নওগাঁবাসীকে সরকারী নির্দেশনা মেনে নিজ নিজ বাসা-বাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দিয়েছেন। নওগাঁবাসীর স্বার্থেই (করোনা ভাইরাসের হাত থেকে নওগাঁবাসীকে মুক্ত রাখতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন) সেই শুরু থেকেই মাঠে নেমে একের পর এক বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং চলমান রয়েছে প্রশাসনের উদ্যোগ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ