আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

সেই নরেশ পালের মুখে হাসি

 

হায়দার আলী

বৈশাখ মাসকে সামনে রেখেই মাটির হাড়ি পাতিল, শিশুদের খেলনাসহ মাটির জিনিসপত্র বানিয়েছিলেন নরেশ পাল ও তাঁর পরিবার। খেয়ে না খেয়ে দিনের পর দিন খেটে মাটির তৈরী জিনিসপত্র বানিয়ে অপেক্ষা করছিলেন বৈশাখের বিভিন্ন মেলায় বিক্রি করবেন বলে। কিন্তু করোনাউদ্ভুদ্ধ পরিস্থিতিতে সবকিছুই উলোট পালট করে দেয় নরেশ পালের পরিবারের। ভয়ংকর করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশের মতো টাঙ্গাইলেও চলছে লকডাউন, বৈশাখী মেলাসহ সকল ধরনের অনুষ্ঠান বন্ধ থাকায় মাটির জিনিসপত্র বিক্রি না হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে কাটছে দিন কাটছে নরেশ পালের। টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ব্রাহ্মনকুশিয়া গ্রামের অশীতিপর নরেশ পালের এমন খবর প্রকাশের পর ছুটে যান টাঙ্গাইল জেলা ছাত্রলীগ নেতা রেদোয়ান মাসুদ। প্রচন্ড বৃষ্টির মধ্যে সকালে ছুটে যান পাল পাড়ার নরেশ পালের বাড়িতে। সেখানে গিয়ে ১৫ দিনের খাবার দিয়ে আসেন তরুণ ছাত্রলীগ নেতা রেদোয়ান মাসুদ। তিনি কালের কণ্ঠকে বলেন,‘ হাড্ডিসার কংকাল এমন মানুষটির ছবি কালের কণ্ঠ পত্রিকার অনলাইনে রাতেই চোখে পড়ে। নরেশ পালের খবরটি দেখে চোখে জল এসে যায়। সকালেই ছুটে যাই উনার বাড়িতে। বিকাল নাম্বার নিয়ে এসেছি, আরো এক মাসের খাবারের ব্যবস্থা করবো উনার জন্য এবং পাল পাড়ার অন্যদের জন্যও খাদ্য সামগ্রী দেয়ার উদ্যোগ নিবো। নরেশ পাল বলেন,‘ বৈশাখী মেলা চালু থাকলে অন্যের খাবার নিতে হতো না, ভগবান হয়তো আমাদেও দিকে ফিরে তাকিয়েছে। এদিকে, টাঙ্গাইল সদও উপজেলার ঘারিন্দা ইউনিয়নের মো. রাজন মিয়া সেই নরেশ পালের বাড়িতে ১০ কেজী চাল, ডাল, তেল লবন পেয়াজ, আলুসহ খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে এসেছেন। রাজন বলেন,‘ দেখুন আমার সাধ্য অনুযায়ি চেষ্টা করেছি, যার যার এলাকার অসহায় মানুষের পাশে এখন দাড়ানো উচিত।

হায়দার আলী
১৫ এপ্রিল ২০২০

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ