জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই এ্যাসোসিয়েশনের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (১৫ জুলাই ২০২২) সাতক্ষীরায় অবস্থিত মোজাফ্ফর গার্ডেন এন্ড রিসোর্টে এ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক (সিআইবি) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান (রোমান)।
অ্যালামনাই এ্যাসোসিয়েশনের গণমাধ্যম ও জনসংযোগ সম্পাদক ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারি পরিচালক মো. ওয়াহিদুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধি, গরিব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করার লক্ষে বিশেষ তহবিল গঠন, ইন্ড্রাস্ট্রি একাডেমিয়া গ্যাপ পূরণ করে বর্তমান শিক্ষার্থীদের সঠিক গাইডলাইনের মাধ্যমে সুনির্দিষ্ট ক্যারিয়ার গঠনে সহায়তা প্রদান,
সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়ানোসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ্যাসোসিয়েশনকে আন্তর্জাতিক মানের অ্যালাইনাই এ্যাসোসিয়েশন গঠন করার লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক ছাতার তলে আনা হবে।
এ অ্যালামনাই এ্যাসোসিয়েশন বাংলাদেশের জন্য একটি রোল মডেল হবে বলে আশা প্রকাশ করা হয়।
ঈদ পরবর্তী এই সভা ঈদ পুনর্মিলনীতে রূপ নেয়। সভা পরবর্তীতে কার্যনির্বাহী কমিটি আনন্দ ভ্রমণে অংশ নেয়। সংগঠনের সদস্যরা তাদের পরিবারসহ ষাট গম্বুজ মসজিদ, খানজাহান আলী (রঃ) এর মাজার, সুন্দরবন সহ বেশ কয়েকটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ভ্রমণ করে।
উল্লেখ্য, গত ১ জুলাই ২০২২ পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে পরবর্তী মেয়াদের জন্য এই কমিটি গঠন করা
হয় যেখানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (সিআইবি) মো. আনিছুর রহমানকে সভাপতি ও সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান (রোমান)-কে সাধারণ সম্পাদক করা হয়।