আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাই ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে ন্যায্যমূল্যে টিসিবি’র পন্য সামগ্রী বিক্রি

 

রনজিত কুমার পাল (বাবু)
ঢাকা জেলা প্রতিনিধি:

বুধবার (১৫ই এপ্রিল) সকালে সরকারী নির্দেশ মোতাবেক, ধামরাই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সামিউল হক এর পরামর্শেক্রমে সামাজিক দূরত্ব বজায় রেখে( ৩ ফুট দূরত্ব) আসন্ন পবিত্র রমজান উপলক্ষে টি সি বি এর পন্য ন্যায্যমূল্যে ধামরাই ইউনিয়নে বিক্রি শুরু করা হয়েছে।
এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধামরাই সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব শাহাবদ্দিন, টি সি বির ডিলার আলহাজ্ব এম এ হালিম,সামাজিক ব্যাক্তিত্ব আনিসুর রহমান, অত্র ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি মেম্বারগন, গ্রাম-পুলিশগন ও এলাকার জনগন।
টিসিবি’র পন্য সামগ্রীর মূল্য তালিকা- দর – মুশুরডাল- প্রতি কেজি =৫০ টাকা,চিনি প্রতি কেজি–৫০ টাকা,ছোলা– প্রতি কেজি–৬০ টাকা,সোয়াবিন তেল প্রতি লিটার –৮০ টাকা দরে বিক্রি করা শুরু হয়েছে ।
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে ঘরে থাকার আহবানে সাড়া দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখায় ডিলার এম এ হালিম অত্যন্ত খুশী এবং ধামরাই ইউনিয়ন পরিষদের জনগনকে ধন্যবাদ জানায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ