আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ফেনী পৌরসভা এলাকায় দুই হাজার অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

 

আলাউদ্দিন সবুজ.ফেনী.প্রতিনিধি:

ফেনী পৌরসভা এলাকায় অসহায় নিম্মবিত্ত ২ হাজার পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার দেয়া হচ্ছে। আজ মঙ্গলবার পৌরসভা প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান।

এসময় পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. জহির উদ্দিন, গণপূর্ত বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান, এলজিইডির ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম পাটোয়ারী, জনস্বাস্থ্য বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হালিমুর রহমান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, সচিব খান মোহাম্মদ ফারাভী, প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, মেডিকেল অফিসার কৃষ্ণপদ সাহা, কাউন্সিলর আমির হোসেন বাহার, সাইফুর রহমান সাইফু, লুৎফুর রহমান খোকন হাজারী, বাহার উদ্দিন বাহার, মাহতাব উদ্দিন মুন্না, জয়নাল আবেদীন হাজারী লিটন, মনির আহাম্মদ, আবু ইউছুপ ভূঞা বাদল প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল প্রদান করা হচ্ছে।

জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান জানান, পৌর এলাকায় বসবাসরত দুই হাজার পরিবারের জন্য ২টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। পৌর কাউন্সিলরদের মাধ্যমে সেটি ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ