আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

করোনা চিকিৎসকদের জন্য উম্মুক্ত ফেনীর বেস্ট ইন

 

আলাউদ্দিন সবুজ.ফেনী.প্রতিনিধি:

 

ফেনীতে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসকদের জন্য হোটেল বেস্ট ইন (আবাসিক হোটেল) উম্মুক্ত করে দেয়া হয়েছে। সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন ও বেস্ট ইন কতৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন ফেনীর সময় কে জানিয়েছেন, ফেনী জেলায় করোনা রোগীদের চিকিৎসার জন্য আইসোলেসন ইউনিটে দায়িত্ব পালনকারী চিকিৎসক, সেবিকা এবং সংশ্লিষ্ট সকলে কোয়ারেন্টিন মানতে বেষ্ট ইন চূড়ান্ত করা হয়েছে।তাদের পরিবারের কারো মধ্যে ভাইরাস যেন ছড়িয়ে না পড়ে সেজন্য জেলা প্রশাসন সহ আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক ও বেস্ট ইন এর চেয়ারম্যান জাফর উদ্দিন জানান,বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের মোকাবেলায় সামর্থ অনুযায়ী সবাইকে ভূমিকা রাখা উচিৎ।তিনি বলেন,ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পরামর্শ অনুযায়ী ফেনীতে করোনা চিকিৎসায় নিয়োজিতদের জন্য বেস্ট ইন উম্মুক্ত করে দেয়া হয়েছে।

প্রসঙ্গত: করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ফেনী ট্রমা সেন্টারকে আইসোলেশন ইউনিট ঘোষণা করা হয়েছে। এছাড়া ফেনী জেনারেল হাসপাতাল সহ প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ইউনিট করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেনীতে করোনা রোগী শনাক্ত হয়নি।১৩ এপ্রিল পর্যন্ত নেয়া ৬৭টি নমুনা পরীক্ষায় সবকটি নেগেটিভ হয়েছে।১৪ এপ্রিল আরও দুটি পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ