আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

মানব সেবায় এগিয়ে ফানুস: রাতের আঁধারে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে ঘরে ঘরে

 

নিজস্ব প্রতিবেদক

সাভারের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “ফানুস-মানবতার সেবায় প্রতিজ্ঞাবদ্ধ” দেশের যে কোন প্রতিকূল পরিস্থিতিতেই তাদের ভূমিকা প্রশংসনীয়। বরাবরের মতো এবারও কভিড-১৯ (করোনা ভাইরাস) -এ দেশ যখন লকডাউনে,ঠিক সেই সময়ে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে এই সংগঠনের তরুণরা। তারা যে এলাকাজুড়ে কার্যক্রম পরিচালনা করছে সে এলাকায় প্রায় ৫-৭ লক্ষ শ্রমজীবী মানুষের বসবাস। আর এই তরুণরা মানুষের সম্মুখে গিয়ে তাদের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রায় ২০০ পরিবারের একটি তালিকা তৈরী করেছে। সেই সাথে এই ২০০ পরিবারের মধ্য খাদ্যসামগ্রী বিতরণের লক্ষ্যে স্থানীয় বিত্তবানদের সহায়তায় প্রতি পরিবারের জন্য ৪ কেজি চাল,২ কেজি আলু, ১ কেজি পেয়াজ,অাধা কেজি ডাল,আধা কেজি তেল,অাধা কেজি লবণ ও একটি জীবাণুনাশক সাবান এর ব্যবস্থা করা হয়েছে। রাতের আধারে মানুষের ঘরে ঘরে এই খাদ্যসামগ্রী পৌঁছে দিবে এই “ফানুস” পরিবার।সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে এই পরিবারগুলোর মাঝে পুনরায় খাদ্যসামগ্রী বিতরণ করতে প্রস্তত ফানুস।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: তানজুম আন তাসরিফ জানান, আমাদের সংগঠনটি অনিবন্ধিত হলেও আমাদের কাজের প্রশস্ততা ব্যাপক। আমাদের সংগঠনের সকল সদস্যই শিক্ষার্থী, তাদের টিফিনের টাকায় সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হয়। তাই বিত্তবানরা যদি এগিয়ে আমাদের কার্যক্রম আরও বেশী প্রসারতা লাভ করবে বলে মনে করি

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ